Friday, February 15, 2013

Student Mind Training Course

স্টুডেন্ট মাইন্ড ট্রেনিং কোর্স
আত্ম-উন্নয়নের সর্বাধুনিক টেকনিক সম্বলিত ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য মাইন্ড ট্রেনিং কোর্স।
এ কোর্সের মাধ্যমে একজন ছাত্র-ছাত্রী যা শিখবে


১.  স্বল্প সময়ে পড়া আয়ত্তকরণ ও পরীক্ষায় ভাল ফলাফলঃ
বিশেষ টেকনিকের মাধ্যমে শিখবে কী করে দ্রুত ও সহজে পড়া আয়ত্ত করতে হয়,   ক্লাসে শিক্ষকের দেয়া শিক্ষা মনে রাখতে হয়, আরো শিখবে পরীক্ষার সময় প্রশ্নের সঠিক উত্তর কীভাবে লিখতে হয়।


২. শারীরিক ও মানসিক সমস্যা ঃ
১০ বছরের পর শুরু হয় ছাত্র-ছাত্রীদের বয়ঃসন্ধিকাল। শারীরিক কেমিষ্ট্রির পরিবর্তনের ফলে শরীর ও মনে পরিবর্তন দেখা দেয়। ফলে তাদের মধ্যে বিভিন্ন ধরণের অস্বাভাবিক আচরণ দেখা যায়। সঠিক পরিচর্যার অভাবে অনেক সময় তাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যেমন ঃ পড়ালেখার প্রতি অনাগ্রহ ও অমনোযোগিতা, অহেতুক ক্রোধ, মাথাব্যথা, মাইগ্রেণ, টেনশন, মোবাইলের অপব্যবহার, ইন্টারনেট আসক্তি, অনিদ্রা বা অতিনিদ্রা, অতি ভোজন বা ক্ষুধামন্দা এমন কী ড্রাগেও আসক্তি হতে পারে। এ কোর্সের মাধ্যমে এ ধরণের জটিল সমস্যাগুলির সমাধান করতে শিখবে।


৩.  স্মরণশক্তি বৃদ্ধি ঃ
ইমাজিনেশন ও ভিজ্যুয়ালাইজেশন ক্ষমতা ব্যবহার করে মেমোরীর উন্নয়ন ও মনোযোগ বৃদ্ধির মাধ্যমে মেমোরীকে জিনিয়াসদের মতো ব্যবহার করতে শিখবে।


৪.  ঘুম নিয়ন্ত্রণ ঃ
কোন প্রকার এলার্ম ছাড়াই শুধুমাত্র জৈবিক কম্পিউটারকে ব্যবহার করে নির্ধারিত সময়ে ইচ্ছামাফিক ঘুম থেকে জেগে ওঠা এবং যে কোন সময়ে ঘুমাতে পারবে। এ ছাড়াও প্রয়োজনে পরীক্ষাকালীন সময়ে দীর্ঘক্ষণ জেগে পড়ালেখা করতে পারবে।

৫.  রিল্যাক্সজেশন ঃ
রিল্যাক্সজেশনের মাধ্যমে শিখবে কোনো কাজ কীভাবে অখন্ড মনোযোগের সাথে করে সফলতা লাভ করা যায়।


৬.  মাইন্ড পাওয়ার ব্যবহার ঃ
এ কোর্সের মাধ্যমে মনের ইনটিউশন ক্ষমতাকে যথাযথ প্রয়োগ করা শিখবে, যা দিয়ে কো-ইনসিডেন্স, সঠিক সিদ্ধান- গ্রহণ এবং প্রতিকূল অবস'াকে নিজের অনুকূলে আনতে পারবে। জানবে কীভাবে নিজের মাইন্ড পাওয়ারকে ব্যবহার করে জীবনে সাফল্য লাভ করা যায়। সর্বোপরি, নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিখবে।